Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


নবজাতক - প্রবাসী, ২
নবজাতক

দেখা দিক্‌ — এ ভুবনে সর্বত্রই কাছে আসিবার

         তোমার আপন অধিকার।

              সুদূরের মিতা,

     মোর কাছে চেয়েছিলে নূতন কবিতা।

               এই লও বুঝে,

     নূতনের স্পর্শমন্ত্র এর ছন্দে পাও যদি খুঁজে।