Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


নবজাতক - শেষ বেলা, ২
নবজাতক

                   যত বেড়ে ওঠে রাতি।

     সত্য যা সেদিনের উজ্জ্বল হয় তার ভাতি।

                   এই কথা   ধ্রুব জেনে, নিভৃতে লুকায়ে

     সারা জীবনের ঋণ একে একে দিতেছি চুকায়ে।