Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


আকাশপ্রদীপ - তর্ক, ৪
আকাশপ্রদীপ

                 পরদিন বটের পাতায়

             গুটিকত সদ্যফোটা বেলফুল রেখে গেল পায়।

                 বলে গেল, “ ক্ষমা করো, অবুঝের মতো

                     মিছেমিছি বকেছিনু কত। ”

 

             ঢেলা আমি মেরেছিনু চৈত্রে-ফোটা কাঞ্চনের ডালে,

                 তারি প্রতিবাদে ফুল ঝরিল এ স্পর্ধিত কপালে।

                        নিয়ে এই বিবাদের দান

                     এ বসন্তে চৈত্র মোর হল অবসান।