Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


রোগশয্যায় - ২৫
২৫

জীবনের দুঃখে শোকে তাপে

ঋষির একটি বাণী চিত্তে মোর দিনে দিনে হয়েছে উজ্জ্বল —

আনন্দ-অমৃত - রূপে বিশ্বের প্রকাশ।

ক্ষুদ্র যত বিরুদ্ধ প্রমাণে

মহানেরে খর্ব করা সহজ পটুতা।

অন্তহীন দেশকালে পরিব্যাপ্ত সত্যের মহিমা

যে দেখে অখণ্ড রূপে

এ জগতে জন্ম তার হয়েছে সার্থক।