Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


প্রহাসিনী - পরিণয় মঙ্গল, ২
প্রহাসিনী

দারোগাগিরিতে এসে শেষে পাক্‌ ইষ্ট।

      বহু পুণ্যের ফল যদি তার থাকে রে,

      রায়বাহাদুর-খ্যাতি পাবে তবে আখেরে ;

তার পরে আরো কী বা রবে অবশিষ্ট।