Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
স্ফুলিঙ্গ- সংযোজন, ১৩
স্ফুলিঙ্গ
৩৯
জন্মের দিনে দিয়েছিল আজি
তোমারে পরম মূল্য
রূপসত্তায় এলে যবে সাজি
সূর্যতারার তুল্য।
দূর আকাশের পথে যে আলোক
এসেছে ধরার বক্ষে
নিমেষে নিমেষে চুমি তব চোখ
তোমারে বেঁধেছে সখ্যে।
দূর যুগ হতে আসে কত বাণী
কালের পথের যাত্রী—
সে মহাবাণীরে লয় সম্মানি
তোমার দিবসরাত্রি।
সম্মুখে গেছে অসীমের পানে
জীবযাত্রার পনথ—
সেথা চল তুমি, বলো কেবা জানে
এ রহস্যের অন্ত।
৪০
জীবনযাত্রা আগে চলে যায় ছুটে—
কালে কালে তার খেলার পুতুল
পিছনে ধুলায় লুটে।
৪১
জীবন সঞ্চয় করে
যা তাহার শ্রেয়—
মরণেরে পার হবে,
এই সে পাথেয়।