Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
স্ফুলিঙ্গ- সংযোজন, ১৪
স্ফুলিঙ্গ
৪২
জ্বেলেছে পথের আলোক
সূর্যরথের চালক,
অরুণরক্ত গগন।
বক্ষে নাচিছে রুধির—
কে রবে শান্ত সুধীর?
কে রবে তন্দ্রামগন?
বাতাসে উঠিছে হিলোল,
সাগর ঊর্মি-বিলোল,
এল মহেন্দ্র লগন—
কে রবে তন্দ্রামগন?
৪৩
তরণী বেয়ে শেষে
এসেছি ভাঙা ঘাটে—
স্থলে না মেলে ঠাঁই,
জলে না দিন কাটে।
৪৪
তরুণ প্রাণের যুগল মিলনে
পুণ্য-অমৃত-বৃষ্টি
মঙ্গলদানে করুক মধুর
নবজীবনের সৃষ্টি।
প্রেমরহস্যসন্ধানপথে যাত্রী—
মধুময় হোক তোমাদের দিনরাত্রি—
নামুক দোঁহার শুভদৃষ্টিতে
বিধাতার শুভদৃষ্টি।