![](/themes/rabindra/logo.png)
Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
স্ফুলিঙ্গ- সংযোজন, ২১
স্ফুলিঙ্গ
৬১
পথে যেতে যেতে হল
পথিকের মেলা—
কিছু হল কথা, আর
কিছু হল খেলা।
তার পরে মিলে গেল
দিগন্তের পারে
ছায়ার মতন একেবারে।
৬২
পুণ্যধারার অভিষেক বারি
শুভপরিণয় পরে
স্বর্গলোকের প্রসাদ আনুক
মর্তলোকের ঘরে।
৬৩
প্রদীপ থাকে সারাটা দিন
ঘরের এক কোণে—
সন্ধ্যাবেলা উঠিবে জাগি
শিখার চুম্বনে।
৬৪
প্রদোষের দেশে
আর ভালো লাগে না গো—
নবীন আলোকে
জাগো, মন, জাগো জাগো।
হারায়ো না মন
চিরস্বপনের লোকে