Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
স্ফুলিঙ্গ- সংযোজন, ২৮
স্ফুলিঙ্গ
বুকের
কাঁপন পল্লবদলে।
বকুলকুঞ্জে রচে সে প্রাণের
মুগ্ধ প্রলাপ— উল্লাস ভাসে
চামেলিগন্ধে পূর্বগগনে।
যে ছবি লিখিত ভিত্তির কোণে
অবসরকালে বিনা প্রয়োজনে
সেই ছবি আমি আপনার মনে
করেছি অন্বেষণ।
চেয়েছিল নাম।
মনে মনে হাসি আমি—
কী বা তার দাম।
জীবন হবে ভালো,
মনের মধ্যে জ্বালাই যদি
ভালোবাসার আলো।
মুখর তব প্রাণ
জাগাবে দিনসভাতলে
আলোর জয়গান।
বকুলকুঞ্জে রচে সে প্রাণের
মুগ্ধ প্রলাপ— উল্লাস ভাসে
চামেলিগন্ধে পূর্বগগনে।
৮৪
বিস্মৃত যুগে গুহাবাসীদের মন
যে ছবি লিখিত ভিত্তির কোণে
অবসরকালে বিনা প্রয়োজনে
সেই ছবি আমি আপনার মনে
করেছি অন্বেষণ।
৮৫
ভয়ে ভয়ে এসেছিল,
চেয়েছিল নাম।
মনে মনে হাসি আমি—
কী বা তার দাম।
৮৬
ভুবন হবে নিত্য মধুর
জীবন হবে ভালো,
মনের মধ্যে জ্বালাই যদি
ভালোবাসার আলো।
৮৭
ভোরের কলকাকলীতে
মুখর তব প্রাণ
জাগাবে দিনসভাতলে
আলোর জয়গান।