Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
স্ফুলিঙ্গ- সংযোজন, ২৯
স্ফুলিঙ্গ
৮৮
ভ্রমণকারী মন,
ভ্রমণ করার তীর্থ তাহার
আপন ঘরের কোণ!
৮৯
মনে রেখো দৈনিক
চা খাইবে চৈনিক,
গায় যদি জোর পাও
হবে তবে সৈনিক।
জাপানিরা যদি আসে
চিঁড়ে নিক, দই নিক—
আধুনিক কবিদের
যত পারে বই নিক।
৯০
মরুতল কারে বলে? সত্য যেথা
কুশ্রী বিভীষিকা,
সুন্দর সে মিথ্যা মরীচিকা।
৯১
মাটি আঁকড়িয়া থাকিবারে চাই
তাই হয়ে যাই মাটি।
‘রবো’ বলে যার লোভ কিছু নাই
সেই রয়ে যায় খাঁটি।
পাহাড় যে সেও ক্ষ’য়ে ক্ষ’য়ে মরে
কালের দীর্ঘশ্বাসে