Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
প্রহাসিনী - সংযোজন, ২২
প্রহাসিনী
করলে নাড়াচাড়া ;
বললে আমায়, “ ক্ষমা করো,
যাবার আছে তাড়া। ”
তখন পষ্ট বোঝা গেল,
নেই মনে আর নেই।
আরেকটা দিন এসেছিল
একটা শুভক্ষণেই —
মুখের পানে চাইতে তখন,
চোখে রইত মিষ্টি ;
কুকুরছানার ল্যাজের দিকে
পড়ত নাকো দৃষ্টি।
সেই সেদিনের সহজ রঙটা
কোথায় গেল ভাসি ;
লাগল নতুন দিনের ঠোঁটে
রুজ-মাখানো হাসি।
বুটসুদ্ধ পা-দুখানা
তুলে দিলে সোফায় ;
ঘাড় বেঁকিয়ে ঠেসেঠুসে
ঘা লাগালে খোঁপায়।
আজকে তুমি শুকনো ডাঙায়
হালফ্যাশানের কূলে,
ঘাটে নেমে চমকে উঠি
এই কথাটাই ভুলে।
এবার বিদায় নেওয়াই ভালো,
সময় হল যাবার —
ভুলেছ যে ভুলব যখন
আসব ফিরে আবার।