Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


গীতিমাল্য- ৩১, ২
গীতিমাল্য
            যেন আমায় চিনে   বললে,
            “অমনি নেব কিনে।”
বোঝা আমার খালাস হল তখনি সেইদিনে।
খেলার মুখে বিনামূল্যে নিল আমায় জিনে।