Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


গীতিমাল্য- ৪০, ২
গীতিমাল্য
এই জীবনের আলোকেতে
পারি তোমায় দেখে যেতে,
পরিয়ে যেতে পারি তোমায়
               আমার গলার মালা
         সাঙ্গ যবে হবে ধরার পালা।