Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
উৎসর্গ - ১৬, ১
১৬
হে বিশ্বদেব, মোর কাছে তুমি
দেখা দিলে আজ কী বেশে ।
দেখিনু তোমারে পূর্বগগনে,
দেখিনু তোমারে স্বদেশে ।
ললাট তোমার নীল নভতল
বিমল আলোকে চির - উজ্জ্বল
নীরব আশিস - সম হিমাচল
তব বরাভয় কর।
সাগর তোমার পরশি চরণ
পদধূলি সদা করিছে হরণ,
জাহ্নবী তব হার - আভরণ
দুলিছে বক্ষ ' পর।
হৃদয় খুলিয়া চাহিনু বাহিরে,
হেরিনু আজিকে নিমেষে —
মিলে গেছ ওগো বিশ্বদেবতা,
মোর সনাতন স্বদেশে।
শুনিনু তোমার স্তবের মন্ত্র
অতীতের তপোবনেতে —
অমর ঋষির হৃদয় ভেদিয়া
ধ্বনিতেছে ত্রিভুবনেতে।
প্রভাতে হে দেব, তরুণ তপনে
দেখা দাও যবে উদয়গগনে
মুখ আপনার ঢাকি আবরণে
হিরণ - কিরণে গাঁথা —
তখন ভারতে শুনি চারি ভিতে
মিলি কাননের বিহঙ্গগীতে
প্রাচীন নীরব কণ্ঠ হইতে
উঠে গায়ত্রীগাথা।
হৃদয় খুলিয়া দাঁড়ানু বাহিরে
শুনিনু আজিকে নিমেষে,