Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
গীতিমাল্য- ৬৯
৬৯
তোমার কাছে
শান্তি চাব না।
থাক্-না আমার দুঃখ ভাবনা।
অশান্তির এই দোলার ’পরে
বসো বসো লীলার ভরে
দোলা দিব এ মোর কামনা।
নেবে নিবুক প্রদীপ বাতাসে,
ঝড়ের কেতন উড়ুক আকাশে—
বুকের কাছে ক্ষণে ক্ষণে
তোমার চরণ-পরশনে
অন্ধকারে আমার সাধনা।
থাক্-না আমার দুঃখ ভাবনা।
অশান্তির এই দোলার ’পরে
বসো বসো লীলার ভরে
দোলা দিব এ মোর কামনা।
নেবে নিবুক প্রদীপ বাতাসে,
ঝড়ের কেতন উড়ুক আকাশে—
বুকের কাছে ক্ষণে ক্ষণে
তোমার চরণ-পরশনে
অন্ধকারে আমার সাধনা।