Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
পুনশ্চ-খেলনার মুক্তি, ৩
পুনশ্চ
মণি কেঁদে বলে, ‘তবে,
শুধু কি রইবে বাকি কান্নার খেলা। '
ব্যাঙ্গমা বলে, ‘মণিদিদি ,
রাত হয়ে যাবে শেষ,
কাল সকালের ফোটা বৃষ্টি - ধোওয়া মালতীর ফুলে
সে খেলাও চিনবে না কেউ। '