Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
গীতালি- ১৮, ২
গীতালি
ব্যথা মোর
উঠবে জ্বলে
ঊর্ধ্ব - পানে।
আগুনের
পরশমণি
ছোঁয়াও প্রাণে।
ব্যথা মোর
উঠবে জ্বলে
ঊর্ধ্ব - পানে।
আগুনের
পরশমণি
ছোঁয়াও প্রাণে।