Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
গীতালি- ৪৯
৪৯
ওই অমল হাতে রজনী প্রাতে
আপনি জ্বাল '
এই তো আলো—
এই তো আলো।
এই তো প্রভাত, এই তো আকাশ,
এই তো পূজার পুষ্পবিকাশ,
এই তো বিমল, এই তো মধুর,
এই তো ভালো—
এই তো আলো—
এই তো আলো।
আঁধার মেঘের বক্ষে জেগে
আপনি জ্বাল '
এই তো আলো—
এই তো আলো।
এই তো ঝঞ্ঝা তড়িৎ - জ্বালা,
এই তো দুখের অগ্নিমালা,
এই তো মুক্তি, এই তো দীপ্তি,
এই তো ভালো—
এই তো আলো—
এই তো আলো।