Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
গীতালি- ৭৬
৭৬
ঘরের থেকে এনেছিলেম
প্রদীপ জ্বেলে—
ডেকেছিলেম, ‘ আয় রে তোরা
পথের ছেলে। '
বলেছিলেম, ‘ সন্ধ্যা হল,
তোমরা পূজার কুসুম তোলো,
আমার প্রদীপ দেবে পথে
কিরণ মেলে। '
পথের আঁধার পথে রেখে
এলেম ফিরে,
প্রদীপ হাতে পথ দেখানো
ছেড়েছি রে।
এবার বলি, ‘ ওগো আলো,
আমায় তুমি আপনি জ্বালো,
ভাঙা প্রদীপ পথের ধুলায়
দিলেম ফেলে। '