Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


খাপছাড়া - ৩
৩

পাঠশালে হাই তোলে

  মতিলাল নন্দী।

বলে, ‘ পাঠ এগোয় না

  যত কেন মন দি। '

শেষকালে একদিন

  গেল চড়ি টঙ্গায়,

পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে

  ভাসালো মা-গঙ্গায় ;

সমাস এগিয়ে গেল,

     ভেসে গেল সন্ধি —

পাঠ এগোবার তরে

     এই তার ফন্দি।