Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


খাপছাড়া - ৪
৪

কাঁচড়াপাড়াতে এক

    ছিল রাজপুত্তুর,

রাজকন্যারে লিখে

    পায় না সে উত্তর।

টিকিটের দাম দিয়ে

রাজ্য বিকাবে কি এ,

রেগেমেগে শেষকালে

    বলে ওঠে — দুত্তোর!

ডাকবাবুটিকে দিল

    মুখে ডালকুত্তোর।