Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
খাপছাড়া - ২৭
২৭
ঘাসি কামারের বাড়ি সাঁড়া,
গড়েছে মন্ত্রপড়া খাঁড়া।
খাপ থেকে বেরিয়ে সে
উঠেছে অট্টহেসে ;
কামার পালায় যত
বলে, ‘ দাঁড়া দাঁড়া। '
দিনরাত দেয় তার
নাড়ীটাতে নাড়া।