Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


গীতালি- ১০৪, ২
গীতালি

নিমেষগুলি শিকল হয়ে

      আমায় তখন বাঁধে।

মিটল দুঃখ, টুটল বন্ধ—

আমার মাঝে হে আনন্দ,

তোমার প্রকাশ দেখে মোহ

      ঘুচল এ নয়নে ।