Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


খাপছাড়া - ৮২
৮২

মহারাজা ভয়ে থাকে

       পুলিসের থানাতে,

আইন বানায় যত

       পারে না তা মানাতে।

চর ফিরে তাকে তাকে —

        সাধু যদি ছাড়া থাকে

খোঁজ পেলে নৃপতিরে

           হয় তাহা জানাতে,

রক্ষা করিতে তারে

          রাখে জেলখানাতে।