Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
খাপছাড়া - ৮৮
৮৮
দিন চলে না যে, নিলেমে চড়েছে
খাট-টিপাই ;
ব্যাবসা ধরেছি গল্পেরে করা
নাট্যি- fy।
ক্রিটিক মহল করেছি ঠাণ্ডা,
মুর্গি এবং মুর্গি-আণ্ডা
খেয়ে করে শেষ, আমি হাড় দুটি-
চারটি পাই —
ভোজন-ওজনে লেখা ক ' রে দেয়
certify।