Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
পুনশ্চ-শাপমোচন, ৬
পুনশ্চ
রাজমহিষী উঠে দাঁড়িয়ে বললে, ‘ আজ আমি যাব।
আমার চোখকে আমি আর ভয় করি নে। '
পথের শুকনো পাতা পায়ে পায়ে বাজিয়ে দিয়ে
সে গেল পুরাতন অশথ গাছের তলায়।
বীণা থামল।
মহিষী থমকে দাঁড়ালো।
রাজা বললে, ‘ ভয় কোরো না প্রিয়ে, ভয় কোরো না। '
তার গলার স্বর জলে - ভরা মেঘের দূর গুরু - গুরু ধ্বনির মতো।
‘ আমার কিছু ভয় নেই, তোমারই জয় হল। '
এই বলে মহিষী আঁচলের আড়াল থেকে প্রদীপ বের করলে,
ধীরে ধীরে তুললে রাজার মুখের কাছে।
কণ্ঠ দিয়ে কথা বেরোতে চায় না, পলক পড়ে না চোখে।
বলে উঠল, ‘ প্রভু আমার, প্রিয় আমার,
এ কী সুন্দর রূপ তোমার। '