Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
বাল্মীকিপ্রতিভা (গীতি-নাট্য) -তৃতীয় দৃশ্য, ৯
বাল্মীকিপ্রতিভা
টোড়ী
বাল্মীকি।
কোথা লুকাইলে?
সব আশা নিভিল, দশদিশি অন্ধকার!
সব গেছে চ’লে ত্যেজিয়ে আমারে,
তুমিও কি তেয়াগিলে?
সব আশা নিভিল, দশদিশি অন্ধকার!
সব গেছে চ’লে ত্যেজিয়ে আমারে,
তুমিও কি তেয়াগিলে?
লক্ষ্মীর আবির্ভাব
সিন্ধু
লক্ষ্মী। কেন গো
আপনমনে
ভ্রমিছে বনে বনে,
সলিল দুনয়নে
কিসের দুখে?
কমলা দিতেছে আসি রতনে রাশি রাশি, ফুটুক্ তবে হাসি
মলিন মুখে।
কমলা যারে চায় বল সে কি না পায়, দুখের এ ধরায়
থাকে সে সুখে।
ত্যজিয়া কমলাসনে এসেছি ঘোর বনে, আমারে শুভক্ষণে
হের গো চোখে।
কিসের দুখে?
কমলা দিতেছে আসি রতনে রাশি রাশি, ফুটুক্ তবে হাসি
মলিন মুখে।
কমলা যারে চায় বল সে কি না পায়, দুখের এ ধরায়
থাকে সে সুখে।
ত্যজিয়া কমলাসনে এসেছি ঘোর বনে, আমারে শুভক্ষণে
হের গো চোখে।
টোড়ী
বাল্মীকি। আমার কোথায়
সে উষাময়ী প্রতিমা!
তুমি তো নহ সে দেবী, কমলাসনা,
কোরো না আমারে ছলনা!
এনেছ কি ধন মান? তাহা যে চাহে না প্রাণ–
দেবি গো, চাহি না, চাহি না, মণিময় ধূলিরাশি চাহি না–
তাহা ল’য়ে সুখী যারা হয় হোক্, হয় হোক্–
আমি, দেবি, সে সুখ চাহি না।
যাও লক্ষ্মী অলকায়, যাও লক্ষ্মী অমরায়,
এ বনে এসো না, এসো না, এসো না এ দীনজনকুটীরে!
যে বীণা শুনেছি কানে, মনপ্রাণ আছে ভোর–
আর কিছু চাহি না,চাহি না!
তুমি তো নহ সে দেবী, কমলাসনা,
কোরো না আমারে ছলনা!
এনেছ কি ধন মান? তাহা যে চাহে না প্রাণ–
দেবি গো, চাহি না, চাহি না, মণিময় ধূলিরাশি চাহি না–
তাহা ল’য়ে সুখী যারা হয় হোক্, হয় হোক্–
আমি, দেবি, সে সুখ চাহি না।
যাও লক্ষ্মী অলকায়, যাও লক্ষ্মী অমরায়,
এ বনে এসো না, এসো না, এসো না এ দীনজনকুটীরে!
যে বীণা শুনেছি কানে, মনপ্রাণ আছে ভোর–
আর কিছু চাহি না,চাহি না!