Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


ছড়া-২

আছে ওরা এই তো জানি,

          বাকিটা সব আঁধার—

চলছে খেলা একের সঙ্গে

          আর-একটাকে বাঁধার।

বাঁধনটাকেই অর্থ বলি,

          বাঁধন ছিঁড়লে তারা

কেবল পাগল বস্তুর দল

          শূন্যেতে দিক্‌হারা।

উদয়ন [শান্তিনিকেতন]

  ৫ জানুয়ারি ১৯৪১