Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
ভানুসিংহ ঠাকুরের পদাবলী- ২০, ২
ভানুসিংহ ঠাকুরের পদাবলী
তৃষিত আঁখি, তব মুখ’পর বিহরই,
মধুর পরশ তব রাধা শিহরই,
প্রেমরতন ভরি হৃদয় প্রাণ লই
পদতলে অপনা থোয়।
কো তুঁহু বোলবি মোয়!
কো তুঁহু কো তুঁহু সব জন পুছয়ি,
অনুদিন সঘন নয়নজল মুছয়ি,
যাচে ভানু — সব সংশয় ঘুচয়ি,
জনম চরণ’পর গোয়।
কো তুঁহু বোলবি মোয়!