Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
ভানুসিংহ ঠাকুরের পদাবলী- সংযোজন, ৩
ভানুসিংহ ঠাকুরের পদাবলী
কোহি ন জানব, কোন বিষাদে
তন - মন দহে হমারি।
ভানু সিংহ ভনয়ে, শুন কালা
দুখিনী অবলা বালা—
উপেখার অতি তিখিনী বাণে
না দিহ না দিহ জ্বালা।