Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
ছড়া-৫,৪
ছড়া
ঘোষপুকুরের কিনারায়
মাসিক-পত্র পড়ছে বসে
থার্ড ইয়ারের বীণা রায়।
বিজুলি যায় সাপ খেলিয়ে
লক্লকি
বাঁশের পাতা চমকে ওঠে
ঝক্ঝকি।
চড়কডাঙায় ঢাক বাজে ঐ
ড্যাড্যাঙ ড্যাঙ।
মাঠে মাঠে মক্মকিয়ে
ডাকছে ব্যাঙ