ওরে যন্ত্রের পাখি,
ওরে রে আগুন-খাকী,
একি ডানা মেলি আকাশেতে এলি,
কোন্ নামে তোরে ডাকি?
কোন্ রাক্ষুসে চিলে
কী বিকট হাড়গিলে
পেড়েছিল ডিম প্রকাণ্ড ভীম,
তোরে সে জন্ম দিলে।
কোন্ বটে, কোন্ শালে,
কোন্ সে লোহার ডালে,
কিরকম গাছে তোর বাসা আছে
দেখি নি তো কোনো কালে।
যখন ভ্রমণ করো
গান কেন নাহি ধরো —
কোন্ ভূতে হায় চাবুক কষায়,
গোঁ গোঁ ক ' রে ক ' রে মরো।
তোমার ও দুটো ডানা
মানুষের পোষ-মানা —
কলের খাঁচায় তোমারে নাচায়,
তুমি বোবা, তুমি কানা।
হায় রে এ কি অদৃষ্ট,
কিছুই তো নহে মিষ্ট —
মানুষের সাথ থাকো দিন রাত,
নাহি বল রাধাকৃষ্ট।