Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


পত্রপুট - দুই,৫
পত্রপুট

                 ফুরোবে আমার ফিরতি-টিকিটের মেয়াদ,

                      ফিরতে হবে এইখান থেকে এইখানেই,

                           মাঝখানে পার হব অসীম সমুদ্র।