Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


বীথিকা- দুই সখী, ২
বীথিকা

                         ঘরের মানুষ জানে সে কি?

               নিত্যের চিত্তের পটে ক্ষণিকের চিত্র গেনু দেখি—

                             আশ্চর্য সে লেখা,

                                  সে তুলির রেখা

                যুগযুগান্তর - মাঝে একবার দেখা দিল নিজে—

                         জানি নে তাহার পরে কী যে।