কিংকরীগণ। সর্বনাশ করিসনে শ্রীমতী, থাম্ থাম্।
রক্ষিণী। যাসনে মরণের মুখে উন্মত্তা!
দ্বিতীয় রক্ষিণী। আমি করজোড়ে মিনতি করছি আমাদের উপর দয়া করে ক্ষান্ত হ।
কিংকরীগণ। চক্ষে দেখতে পারব না, দেখতে পারব না, পালাই আমরা।
রত্নাবলী। রাজার আদেশ পালন করো।
শ্রীমতী। বুদ্ধং সরণং গচ্ছামি
ধম্মং সরণং গচ্ছামি
সংঘং সরণং গচ্ছামি।
লোকেশ্বরী। (জানু পাতিয়া সঙ্গে সঙ্গে)
বুদ্ধং সরণং গচ্ছামি
ধম্মং সরণং গচ্ছামি
সংঘং সরণং গচ্ছামি।
ক্ষমা করো', বলিতে বলিতে রক্ষিণীরা একে একে শ্রীমতীর পায়ের ধুলা লইল।
লোকেশ্বরী। (শ্রীমতীর মাথা কোলে লইয়া) নটী, তোর এই ভিক্ষুণীর বস্ত্র আমাকে দিয়ে গেলি। (বসনের একপ্রান্ত মাথায় ঠেকাইয়া) এ আমার।
মল্লিকা। কী ভাবছ?
রত্নাবলী। (বস্ত্রাঞ্চলে মুখ আচ্ছন্ন করিয়া) এইবার আমার ভয় হচ্ছে।
প্রতিহারিণী। মহারাজ অজাতশত্রু ভগবানের পূজা নিয়ে কননদ্বারে অপেক্ষা করছেন দেবীদের সম্মতি চান।
মল্লিকা। চলো, আমি মহারাজকে দেবীদের সম্মতি জানিয়ে আসিগে।
লোকেশ্বরী। বলো তোমরা সবাই,
বুদ্ধং সরণং গচ্ছামি।
রত্নাবলী ব্যতীত সকলে। বুদ্ধং সরণং গচ্ছামি।
লোকেশ্বরী। ধম্মং সরণং গচ্ছামি।
রত্নাবলী। ব্যতীত সকলে। ধম্মং সরণং গচ্ছামি।
লোকেশ্বরী। সংঘং সরণং গচ্ছামি।
রত্নাবলী ব্যতীত সকলে। সংঘং সরণং গচ্ছামি।