Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
শ্যামলী - আমি, ৩
শ্যামলী
যুগযুগান্তর ধ'রে।
প্রলয়সন্ধ্যায় জপ করবেন—
‘ কথা কও, কথা কও',
বলবেন ‘বলো, তুমি সুন্দর',
বলবেন ‘বলো, আমি ভালোবাসি'?
যুগযুগান্তর ধ'রে।
প্রলয়সন্ধ্যায় জপ করবেন—
‘ কথা কও, কথা কও',
বলবেন ‘বলো, তুমি সুন্দর',
বলবেন ‘বলো, আমি ভালোবাসি'?