Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


বিচিত্রিতা - পুষ্পচয়িনী,২
বিচিত্রিতা

       এই-যে তুলেছ হাত ভঙ্গীভরে

           নহে ফুল তুলিবার প্রয়োজনে,

                      বুঝি আছে মনে

               যুগ-অন্তরাল হতে বিস্মৃত বল্লভ

           লুকায়ে দেখিছে তব সুকোমল ও-করপল্লব।

       অশরীরী মুগ্ধনেত্র যেন গগনে সে

                   হেরে অনিমেষে

       দেহভঙ্গিমার মিল লতিকার সাথে

               আজি মাঘীপূর্ণিমার রাতে।

    বাতাসেতে অলক্ষিতে যেন কার ব্যাপ্ত ভালোবাসা

              তোমার যৌবনে দিল নৃত্যময়ী ভাষা।