Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
বিচিত্রিতা - বেসুর,২
বিচিত্রিতা
আজকে তারে নিজের কাছে পর করেছে কা ' রা,
আপন-মাঝে বিদেশে বাস হায় এ কেমনধারা।
পরের খুশি দিয়ে সে যে
তৈরি হল ঘ ' ষে মেজে,
আপনাকে তাই খুঁজে বেড়ায় নিত্য আপন-হারা।