যদি অজ্ঞানঘোরে —
ক্ষমা কোরো তবে, ক্ষমা কোরো হে,
বিনাশ কোরো না মোরে।
৮
অপো সু ম্যক্ষ বরুণ ভিয়সং
মৎসম্রাড়ৃতা বোহনু মা গৃভায়।
দামেব বৎসাদ্ধি মুমুগ্ধ্যংহো
নহি ত্বদারে নিমিশশ্চনেশে॥
মা নো বধৈর্বরুণ যে ত ইষ্টা -
বেনঃ কৃণ্বন্তমসুর ভ্রীণন্তি।
মা জ্যোতিষঃ প্রবসথানি গন্ম
বিষূমৃধঃ শিশ্রথো জীবসে নঃ॥
নমঃ পুরা তে বরুণোত নূনম্
উতাপরং তু বিজাত ব্রবাম।
ত্বে হি কং পর্বতে শ্রিতান্য -
প্রচ্যুতানি দূলভ ব্রতানি॥
পর ঋণা সাবীরধ মৎকৃতানি
মাহং রাজন্নন্যকৃতেন ভোজম্।
আব্যুষ্টা ইন্নু ভূয়সীরুষাস
আ নো জীবান্ বরুণ তাসু শাধি॥
— ঋগ্বেদ, ২ . ২৮ . ৬ - ৯
হে বরুণ, তুমি দূর করো হে, দূর করো মোর ভয় —
ওহে ঋতবান্, ওহে সম্রাট্, মোরে যেন দয়া হয়।
বাঁধন - ঘুচানো বৎসের মতো ঘুচাও পাপের দায় —