অপ্পম্পি চে সহিতং ভাসমানো ধম্পস্স হোতি অনুধম্মচারী।
রাগ ঞ্চ দোস ঞ্চ পহায় মোহং সম্মপ্পজানো সুবিমুত্তচিত্তো।
অনুপাদিযানো ইধ বা হুরং বা স ভাগবা সামঞ্ঞস্স হোতি॥ ২০
মন আগে ধর্ম পিছে, ধর্মের জনম হল মনে ১ _
দুষ্ট মনে যে মানুষ কাজ করে কিম্বা কথা ভণে ২
দুঃখ তার পিছে ফিরে চক্র যথা গোরুর পিছনে॥ ১
মন আগে ধর্ম পিছে, ধর্মের জনম হল মনে —
যে জন প্রসন্ন মনে কাজ করে কিম্বা কথা ভণে
সুখ তার পাছে ফিরে ছায়া যথা কায়ার পিছনে॥ ২
আমারে রুষিল, আমারে মারিল,
আমারে জিনিল, আমার কাড়িল —
এ কথা যে জনে বেঁধে রাখে মনে
বৈর তাহার কেবলই বাড়িল॥ ৩
আমারে রুষিল, আমারে মারিল,
আমারে জিনিল, আমার কাড়িল —
এ কথা যে জনে নাহি বাঁধে মনে
বৈর তাহারে ছাড়িল ছাড়িল॥ ৪
বৈর দিয়ে বৈর কভু শান্ত নাহি হয়,
অবৈরে সে শান্তি লভে এই ধর্মে কয়॥ ৫
হেথা হতে যেতে হবে আছে কার মনে,
বিবাদ মিটিল তার বুঝিল যে জনে॥ ৬
শরীরের শোভা খোঁজে ইন্দ্রিয় যাহার অসংযত,
ভোজনে রাখে না মাত্রা বীর্যহীন অলস সতত,