ঝড়ে যথা বৃক্ষ হানে ‘ মার' তারে মারে সেইমত ॥ ৭
অঙ্গশোভা নাহি খোঁজে ইন্দ্রিয় যাহার সুসংযত ,
ভোজনের মাত্রা বোঝে শ্রদ্ধাবান্ কর্মঠ নিয়ত,
মার তারে নাহি মারে ঝড়ে যেন পর্বতের মতো॥ ৮
দমহীন, সত্যহীন, অন্তরে কামনা,
গেরুয়া কাপড় তার শুধু বিড়ম্বনা॥ ৯
নিষ্কাম, সুশীল, দম সত্য যার মাঝে ৩
গেরুয়া কাপড় পরা তাহারেই সাজে॥ ১০
অসারে যে সার মানে সারে যে অসার
মিথ্যা কল্পনায় সার নাহি জোটে তার॥ ১১
সারকে যে সার বোঝে অসারে অসার
সত্য সঙ্কল্পের কাছে সার মিলে তার॥ ১২
ভাল ছাওয়া না হইলে বৃষ্টি পড়ে ঘরে,
সতর্ক না হলে মন বাসনায় ধরে॥ ১৩
ভাল ছাওয়া ঘরে নাহি পড়ে বৃষ্টিকণা,
সতর্ক যে মন তারে কী করে বাসনা॥ ১৪
হেথা মরে শোকে, সেথা মরে শোকে,
পাপকারী দুখ পায় দুই লোকে —
ব্যথা বাজে তার হেরি আপনার
মলিন কর্ম আপনার চোখে॥ ১৫
হেথা সুখ তার, সেথা সুখ তার,
দুই লোকে সুখ পুণ্যকর্তার —