Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
রূপান্তর- ভট্টনারায়ণ-বররুচি-প্রমুখ কবিগণ, ৫
রূপান্তর
পা ঠা ন্ত র
উদ্যোগী পুরুষ বলবান্
লক্ষ্মী করে জয়,
দৈবে আসি করে বরদান
কাপুরুষে কয়।
দৈব ছাড়ি আত্মশক্তিবলে
পৌরুষ লভিবা —
যত্নে যদি সিদ্ধি নাহি ফলে
দোষ তাহে কিবা!
৭
গর্জসি মেঘ ন যচ্ছসি তোয়ং
চাতকপক্ষী ব্যাকুলিতোহহম্।
দৈবাদিহ যদি দক্ষিণবাতঃ
ক্ব ত্বং ক্বাহং ক্ব চ জলপাতঃ॥
— পূর্বচাতকাষ্টক, ৪
গর্জিছ মেঘ, নাহি বর্ষিছ জল —
আমি যে চাতক পাখি, চিত্ত বিকল —
দৈবাৎ আসে যদি দক্ষিণবাত
কোথা তুমি, কোথা আমি, কোথা জলপাত!
৮
উপকর্তুং যথা স্বল্পঃ
সমর্থে ন তথা মহান্।
প্রায়ঃ কুপস্তৃষাং হন্তি
সততং ন তু বারিধিঃ।
— কুসুমদেব : দৃষ্টান্তশতক, ১৩