১৫
শাস্ত্রং সুচিন্তিতমপি প্রতিচিন্তনীয়ং
স্বারাধিতোহপি নৃপতিঃ পরিশঙ্কনীয়ঃ।
অঙ্কে স্থিতাপি যুবতিঃ পরিরক্ষণীয়া
শাস্ত্রে নৃপে চ যুবতৌ চ কুতো বশিত্বম্॥
— বানর্যষ্টক, ২
যত চিন্তা কর শাস্ত্র, চিন্তা আরো বাড়ে।
যত পূজা কর ভূপে, ভয় নাহি ছাড়ে।
কোলে থাকিলেও নারী, রেখো সাবধানে। —
শাস্ত্র নৃপ নারী কভু বশ নাহি মানে।
১৬
যা স্বসদ্মনি পদ্মেহপি সন্ধ্যাবধি বিজৃম্ভতে
ইন্দিরা মন্দিরেহন্যেষাং কথং তিষ্ঠতি সা চিরম্॥
— শার্ঙ্গধরপদ্ধতি, ৪৭১
যে পদ্মে লক্ষ্মীর বাস, দিন - অবসানে
সেই পদ্ম মুদে দল সকলেই জানে।
গৃহ যার ফুটে আর মুদে পুনঃপুনঃ
সে লক্ষ্মীরে ত্যাগ করো, শুন, মূঢ়, শুন।
১৭
আশা নাম মনুষ্যাণাং কাচিদাশ্চর্যশৃঙ্খলা।
যয়া বদ্ধাঃ প্রধাবন্তি মুক্তাস্তিষ্ঠন্তি পঙ্গুবৎ॥
— ভর্তৃহরিসুভাষিতসংগ্রহ, ৪০৫