Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
রূপান্তর- ভট্টনারায়ণ-বররুচি-প্রমুখ কবিগণ, ১০
রূপান্তর
শৃঙ্খল বাঁধিয়া রাখে এই জানি সবে,
আশার শৃঙ্খল কিন্তু অদ্ভুত এ ভবে।
সে যাহারে বাঁধে সেই ঘুরে মরে পাকে,
সে বন্ধন ছাড়ে যবে স্থির হয়ে থাকে।
১৮
মেঘৈর্মেদুরমম্বরং বনভুবঃ শ্যামাস্তমালদ্রুমৈর্ -
নক্তং ভীরুরয়ং ত্বমেব তদিমং রাধে গৃহং প্রাপয়।
— জয়দেব : গীতগোবিন্দ, ১ . ১
অম্বর অম্বুদে স্নিগ্ধ,
তমালে তমিস্র বনভূমি,
তিমিরশর্বরী, এ যে
শঙ্কাকুল — সঙ্গে লহো তুমি।
পা ঠা ন্ত র
মেঘলা গগন, তমাল - কানন
সবুজ ছায়া মেলে —
আঁধার রাতে লও গো সাথে
তরাস - পাওয়া ছেলে।
১৯
পততি পতত্রে বিচলতি পত্রে
শঙ্কিতভবদুপযানম্।
রচয়তি শয়নং সচকিতনয়নং
পশ্যতি তব পন্থানম্॥
— জয়দেব : গীতগোবিন্দ, ৫ . ১০