Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
রূপান্তর- ভট্টনারায়ণ-বররুচি-প্রমুখ কবিগণ, ১৬
রূপান্তর
কুটজেও বহু বলি মানে!
৩১
অসম্ভাব্যং ন বক্তব্যং
প্রত্যক্ষমপি দৃশ্যতে
শিলা তরতি পানীয়ং
গীতং গায়তি বানরঃ॥
— চাণক্য : চাণক্যশতক, ৮৯
অসম্ভাব্য না কহিবে, মনে মনে রাখি দিবে
প্রত্যক্ষ যদিও তাহা হয়।
‘ শিলা জলে ভেসে যায় বানরে সংগীত গায়
দেখিলেও না হয় প্রত্যয়। '১০
৩২
দানং প্রিয়বাক্সহিতং জ্ঞানমগর্বং ক্ষমান্বিতং শৌর্যম্।
বিত্তং ত্যাগনিযুক্তং দুর্লভমেতচ্চতুর্ভদ্রম্॥১১
— নারায়ণ পণ্ডিত : হিতোপদেশ
প্রিয়বাক্য - সহ দান, জ্ঞান গর্বহীন,
দান - সহ ধন ,
শৌর্য - সহ ক্ষমাগুণ — জগতে এ চারি
দুর্লভ মিলন ।
৩৩
পয়সা কমলং কমলেন পয়ঃ