Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
রূপান্তর- হিন্দী : মধ্যযুগ, ২
রূপান্তর
হমরো চুনরিয়া রঙ্গানা ॥
— কবীর
চূড়াটি তোমার
যে রঙে রাঙালে, প্রিয়,
সে রঙে আমার
চুনরি রাঙিয়ে দিয়ো।
পা ঠা ন্ত র
তোমার ঐ মাথার চূড়ায়
যে রঙ আছে উজ্জ্বলি
সে রঙ দিয়ে রাঙাও আমার
বুকের কাঁচলি।
শিখ ভজন
১
এ হরি সুন্দর এ হরি সুন্দর
তেরো চরণপর সির নাবেঁ।
সেবক জনকে সেব সেব পর
প্রেমী জনাঁকে প্রেম প্রেম পর
দুঃখী জনাঁকে বেদন বেদন
সুখী জনাঁকে আনন্দ এ।
বনা - বনামেঁ সাঁবল সাঁবল
গিরি - গিরিমেঁ উন্নিত উন্নিত
সলিতা - সলিতা চঞ্চল চঞ্চল
সাগর - সাগর গম্ভীর এ।
চন্দ্র সূরজ বরৈ নিরমল দীপা
তেরো জগমন্দির উজার এ।