Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
রূপান্তর- পরিশিষ্ট ১, ১
পরিশিষ্ট ১
মৈথিলী : বিদ্যাপতি
১
নায়িকা সঁ দূতি উক্তি
কণ্টক মাঁহ কুসুম পরগাসে।
বিকল ভমর নহিঁ পাবথি বাসে॥
ভমরা ভরমে রমে সভ ঠামেঁ।
তুঅ বিনু মালতি নহিঁ বিসরামেঁ॥
ও মধুজীব তোঁহৈ মধু রাসে।
সঞ্চি ধরিএ মধু মনহিঁ লজা সে॥
অপনহুঁ মন দয় বুঝু অবগাহে।
ভমর মরত বধ লাগত কাহে॥
ভনহিঁ বিদ্যাপতি তৌঁ পয় জীবে।
অধর সুধা রস জৌঁ পয় পীবে॥ ২
[ ক ] ণ্টকমাঝারে কুসুমপরকাশ,
[ বি ] কল ভ্রমর সেথা নাহি পায় বাস।
[ ভ্র ] মভরে ভ্রমর রমিছে নানা ঠাঁই —
[ তু ] হু বিনা, হে মালতী, বিশ্রাম নাই।
[ ও ] যে মধুজীবী তোমারি মধু চায় —
[ স ] ঞ্চি রেখেছ মধু মনের লজ্জায়।
[ আ ] পনার মন দিয়া বুঝ সুবিচারে
[ ভ্রম ] রবধের দায় লাগিবে কাহারে।
[ বি ] দ্যাপতি ভনয়ে তখনি পাবে প্রাণ
[ অ ] ধরপীযূষরস যদি করে পান। ২
২
নায়ক সঁ দূতি বচন