মাধব করিঅ সুমুখি সমধানে।
তুঅ অভিসার কয়লি জত সুন্দরি
কামিনি করু কে আনে॥
. . . .
১দেখি ভবন ভিতি লিখল ভুজঙ্গ পতি
জসু মন পরম তরাসে।
সে সুবদনি কর ঝপইতি ফণি মণি
বিহুসি আইলি তুঅ পাসে ॥
. . . .
কাম প্রেম দুহু এক মত ভয় রহু
কখনে কী ন করাবে॥ ৭
সুন্দরী রমণী তোমার অভিসার যত করিয়াছে,
এত আর কে করিয়াছে?
[ ভ ] বনভিত্তিতে লিখিত [ ভু ] জঙ্গপতি দেখিয়া
যার মন [ প ] রম ত্রাসিত হয়,
সেই সুবদনী [ ফ ] ণিমণি করে ঢাকিয়া
হাসিয়া [ তো ] মার কাছে আসিল। *
. . .
কাম প্রেম উভয়ে যদি একমত হইয়া থাকে,
তবে কখন্ কী না করায় ! ৭
৩
নায়ক সঁ নায়িকা বচন
রাহু মেঘ ভয় গরসল সূর।
পথ পরিচয় দিবসহিঁ ভেল দূর॥
নহিঁ বরিসয় অবসর নহিঁ হোএ।
পুর পরিজন সঞ্চর নহিঁ কোএ॥
. . . .
* করে [ ফ ] ণিমণি ঢাকিবার তাৎপর্য [ বো ] ধ করি এইরূপ হইবে যে, [ পা ] ছে ফণিমণির আলোকে [ তা ] হাকে দেখা যায়, গোপন অভিসারের ব্যাঘাত করে।