
Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
অনুবাদ কবিতা - প্রথমে আশাহত হয়েছিনু, ১
প্রথমে আশাহত হয়েছিনু
প্রথমে আশাহত হয়েছিনু
ভেবেছিনু সবে না এ বেদনা ;
তবু তো কোনোমতে সয়েছিনু,
কী করে যে সে কথা শুধায়ো না।
Heinrich Hein