ধুলাতে কেন লুটায়ে! রাখিব বুকে ক ' রে॥ স্বরলিপি [1]
শোক তাপ গেল দূরে,
মার্জনা করিনু তোরে॥ স্বরলিপি [2]
যাও রে অনন্ত ধামে মোহ মায়া পাশরি–
দুঃখ আঁধার যেথা কিছুই নাহি।
জরা নাহি, মরণ নাহি, শোক নাহি যে লোকে–
কেবলই আনন্দস্রোত চলিছে প্রবাহি।
যাও রে অনন্ত ধামে, অমৃতনিকেতনে–
অমরগণ লইবে তোমা উদার - প্রাণে।
দেব - ঋষি রাজ - ঋষি ব্রহ্ম - ঋষি যে লোকে
ধ্যানভরে গান করে একতানে–
যাও রে অনন্ত ধামে জ্যোতির্ময় আলয়ে
শুভ্র সেই চিরবিমল পুণ্য কিরণে–
যায় যেথা দানব্রত সত্যব্রত পুণ্যবান
যাও বৎস, যাও সেই দেবসদনে॥ স্বরলিপি [3]
সকলই ফুরালো স্বপনপ্রায়!
কোথা সে লুকালো, কোথা সে হায়!
কুসুমকানন হয়েছে ম্লান,
পাখিরা কেন রে গাহে না গান–
ও সব হেরি শূন্যময়– কোথা সে হায়!
Links:
[1] https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c/16053%3Fgaan%3D29_36.xml
[2] https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c/16053%3Fgaan%3D29_37.xml
[3] https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c/16053%3Fgaan%3D29_38.xml